সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শাইখ আব্দুল আজিজ আল শাইখের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সৌদি সময় আজ বাদ আসর রিয়াদের ইমাম তুর্কি জামে মসজিদে শাইখের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। এতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা অংশ নেন। একই সাথে সৌদি বাদশার নির্দেশনায় মক্কার হারাম শরিফ, মদিনার মসজিদে নববিসহ সৌদি আরবের সকল মসজিদে গ্র্যান্ড মুফতি শাইখ আব্দুল আজিজ আল শাইখের গায়েবানা নামায আয়োজিত হয়। গ্র্যান্ড মুফতি শাইখ আব্দুল আজিজ আল শাইখ প্রায় চল্লিশ বছর ধরে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং দেশটির সর্বোচ্চ উলামা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর সবচেয়ে বড় অর্জন, তিনি দীর্ঘ ৩৫ বছর আরাফাতের ময়দানে খুতবা দিয়েছেন। ১৪০২ হিজরি থেকে ১৪৩৬ হিজরি। গ্র্যান্ড মুফতি শাইখ আব্দুল আজিজ আল শাইখের...