এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে লঙ্কানদের হারিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে লিটন বাহিনী। বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে ভারতের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে বাংলাদেশ। এখন পর্যন্ত টুর্নামেন্টে সেরা বোলিং পারফরম্যান্স দেখিয়েছে টাইগাররা। তাই মাঠে নামার আগে মানসিকভাবে চাঙ্গা থাকবে তারা। পাশাপাশি এই সপ্তাহে দুবাইয়ে এখন পর্যন্ত বেশ কিছু ম্যাচ হওয়ায় উইকেট ধীর গতির হবার আশা করা হচ্ছে। তাতে ভারতের বিপক্ষে জয়ের সম্ভাবনা বাড়বে বাংলাদেশের। এছাড়া টস জিতলেও এগিয়ে থাকবে বাংলাদেশ। কারণ রান তাড়া করে দু’টি ম্যাচ জিতেছে টাইগাররা। তাই টস জয়কে ভাগ্যবান প্রমাণ করেছেন অধিনায়ক লিটন দাস। কিন্তু এশিয়া কাপের অন্যতম ফেভারিট দল ভারত। শক্তি এবং পরিসংখ্যান সব দিক থেকে এগিয়ে রয়েছে...