সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ মারা গেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশটির রয়্যাল কোর্টের বরাতে এ খবর খবর নিশ্চিত করেছেসৌদি গ্যাজেট।সংবাদমাধ্যটি জানিয়েছে, স্থানীয় সময় আজ বাদ আসর রাজধানী রিয়াদের ইমাম তুরকি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা সম্পন্ন হয়েছে।প্রখ্যাত এই আলেমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে দেশের প্রাচীনতম ইসলামি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় দলটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক জানান।তারা বলেন, শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ ছিলেন ইসলামি জ্ঞানের অগাধ ভাণ্ডার ও উম্মাহর জন্য একজন বাতিঘরের মতো পথপ্রদর্শক। তার জীবন ছিল কোরআন-সুন্নাহর প্রচার, ফতওয়া এবং দাওয়াতি কাজের জন্য নিবেদিত। তিনি দীর্ঘ সময় ধরে সৌদি আরবের ধর্মীয় নেতৃত্বের...