বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। শুরুতেই পাকিস্তানের বোলিং তোপের মুখে পড়ে লঙ্কানরা। ব্যাটিং ব্যর্থতায় অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল চারিথ আসালাঙ্কারা। কামিন্দু মেন্ডিসের লড়াকু ব্যাটিংয়ে ১০০ ছাড়ানো পুঁজি পেয়েছে শ্রীলঙ্কা। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলেছে শ্রীলঙ্কা। জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ১৩৪ রান। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ২০ রানের মধ্যেই হারায় দুই ওপেনার কুশল মেন্ডিস (১ বলে ০), পাথুম নিশাঙ্কা (৭ বল ৮) ফেরেন। তৃতীয় উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি কুশল পেরেরা (১২ বলে ১৫), চারিথ আসালাঙ্কারা (১৯ বলে ২০)। ব্যাটিং ব্যর্থতায় ১০০ পার হওয়ার আগেই গুটিয়ে যাওয়ার...