ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার গুলশান শুটিং ক্লাবে হাইব্রিড (সরাসরি উপস্থিতি ও ভার্চুয়াল) মডেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুন্সি সফিউল হক । এ সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক নাদিম এ. চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন মনোনীত স্বতন্ত্র পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মইনুদ্দিন মাহমুদ, এএফএইচইএ, স্বতন্ত্র পরিচালক ফখরুদ্দিন আহমেদ, এফসিএমএ, এফসিএ, মোহাম্মদ আনোয়ারুল হক, এফসিএ, মোহাম্মদ একলাজ উদ্দিন, এফসিএ এবং বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত প্রশাসক মো: ফেরদাউস হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো: আব্দুল হান্নান, নিরীক্ষা প্রতিষ্ঠান সাইফুল শামসুল আলম অ্যান্ড কো. এর প্রতিনিধি, স্ক্রুটিনাইজিং প্রতিষ্ঠান সুরাইয়া পারভিন এন্ড...