জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরে অনিয়ম ও অসঙ্গতির ১২টি অভিযোগ তুলে ধরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-সমর্থিত প্যানেল। নির্বাচনী অব্যবস্থাপনা, কারচুপির সিস্টেম, সমন্বয়হীনতা, মিসইনফরমেশন ও ডিজইনফরমেশনের ছড়াছড়ি, সর্বোপরি একটি প্যানেল ও কিছু ব্যক্তিবিশেষকে জেতানোর লক্ষ্যে সামগ্রিক নির্বাচন ‘নির্বাচনী প্রহসনে’ পরিণত হয়েছে বলে অভিযোগ তোলেন ছাত্রদলের প্রার্থীরা।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ তোলেন।এ সময় ভিপি পদে নির্বাচনে অংশগ্রহণকারী শেখ সাদী হাসান, জিএস পদে তানজিলা হোসেন বৈশাখী, এজিএস (নারী) পদে আঞ্জুমান আরা ইকরা এবং এজিএস (পুরুষ) পদের মো. সাজ্জাদুল ইসলামসহ জাবি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে প্রার্থীরা অভিযোগের বিষয়ে বলেন, ১. ছবিবিহীন ভোটার তালিকা, অস্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ, ভোট প্রদানের পর অমোচনীয় কালির ব্যবস্থা না করার মাধ্যমে নির্বাচনকে অবিশ্বাসযোগ্য ও...