স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি হামাসকে শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। ট্রাম্প বলেন, ‘চলমান সংঘাতকে আরও উৎসাহিত করতে জাতিসংঘের কিছু সদস্য একতরফাভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে। এটা হবে নৃশংসতার জন্য হামাস সন্ত্রাসীদের কাছে তুলে দেওয়া অনেক বড় পুরস্কার। এটি হবে ৭ অক্টোবরসহ অন্য সব ভয়াবহ নৃশংসতার পুরস্কার।’ আন্তর্জাতিক রীতিনীতি ও নানামুখী চাপ উপেক্ষা করেই প্রায় ২ বছর ধরে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জাতিসংঘ অধিবেশনে গাজায় ইসরায়েলের গণহত্যা অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। এরই মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া-সহ বেশ কয়েকটি প্রভাবশালী দেশ। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির...