ফেডারেশন কাপে জয় দিয়ে শুরু করেছে মোহামেডান। মঙ্গলবার,(২৩ সেপ্টেম্বর ২০২৫) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্যামুয়েল বোয়েটেংয়ের হ্যাটট্রিকে তারা ৩-২ গোলে হারায় পুলিশকে। কিংস অ্যারেনায় গ্রুপের অন্য ম্যাচে স্বাগতিকদের ১-১ গোলে রুখে দেয় ফর্টিজ এফসি। মালির সোলেমান দিয়াবাতেকে ছেড়ে দিয়ে নতুন মৌসুমে মোহামেডান এবার দলে ভিড়িয়েছেন রহমতগঞ্জের ঘানার স্যামুয়েল বোয়েটেংকে। গত মৌসুমে প্রিমিয়ার লীগে ডাবল হ্যাটট্রিকসহ সর্বাধিক ২১ গোল করা এই স্ট্রাইকার মৌসুমের প্রথম টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপে নিজেকে চেনাতে পারেননি সাদাকালো জার্সিতে। দল হেরেছিল ৪-১ গোলে। তবে ফেডারেশন কাপের প্রথম ম্যাচেই খোলস ছেড়ে বেরিয়েছেন ঘানাইয়ান এই ফরোয়ার্ড। নতুন ক্লাবে বোয়েটেং গোলের খাতা খুললেন হ্যাটট্রিক দিয়ে। গত ফেডারেশন কাপে মোহামেডান বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে। এই বোয়েটেংদের দল রহমতগঞ্জের কাছে প্রথম ম্যাচ হেরে শনির দশা লেগেছিল...