সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে বিভাগীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন রোগী। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৬৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে জেলাভিত্তিক হিসাবে- সিলেট জেলায় ৩০ জন, মৌলভীবাজার জেলায় ২০ জন, হবিগঞ্জ জেলায় সবচেয়ে বেশি ৯২ জন এবং সুনামগঞ্জ জেলায় ২৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ বছরের সেপ্টেম্বর মাসেই এখন পর্যন্ত বিভাগে মোট ৫৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তবে আশার বিষয় হলো, চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সিলেট অঞ্চলে ডেঙ্গু সংক্রমণের হার তুলনামূলকভাবে অন্যান্য অঞ্চলের চেয়ে কম হলেও সতর্ক না হলে পরিস্থিতি...