২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম ‘আর্থ স্পেসিস প্রজেক্ট’ নামের একটি উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রাণীর জটিল শব্দ নিয়ে গবেষণা করছে। তাদের লক্ষ্য হলো যোগাযোগের একটি মৌলিক অভিধান তৈরি করা, যা মানুষ ও প্রকৃতির সম্পর্ককে সম্পূর্ণ বদলে দিতে পারে। এই যুগান্তকারী উদ্যোগ ‘আর্থ স্পেসিস প্রজেক্ট’ নামে পরিচিত। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় প্রাণীর যোগাযোগের রহস্য উন্মোচনে কাজ করছে। গবেষকরা প্রাণীর সঙ্গে সরাসরি কথোপকথনের জন্য কোনো ‘অনুবাদক’ তৈরির পরিবর্তে, প্রাণীর যোগাযোগের একটি প্রাথমিক শব্দকোষ সংকলন করতে চান। এটি সংরক্ষণ কৌশলকে সহায়তা করবে এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক পুনরুদ্ধারে ভূমিকা রাখবে। এই প্রকল্পে জেব্রা ফিঞ্চ, হাওয়াইয়ের কাক এবং বেলুগা তিমি-সহ বিভিন্ন প্রজাতির প্রাণীর শব্দ বিশ্লেষণ করা হচ্ছে, যাতে তাদের যোগাযোগের ধরণ ও অর্থ শনাক্ত করা যায়।...