আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ব্যাট হাতে নামতেই শ্রীলঙ্কা যেন পড়ল পাকিস্তানের পেস ঝড়ে। এক প্রান্তে দাঁড়িয়ে ছিলেন কামিন্দু মেন্ডিস, কিন্তু তার অর্ধশতকও রক্ষা করতে পারেনি দলকে। নির্ধারিত ২০ ওভার শেষে শ্রীলঙ্কা থামল মাত্র ১৩৩ রানে, যেখানে পাকিস্তানের পেস আক্রমণই গড়ে দিল ম্যাচের মোড় ঘোরানো চিত্র।টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ছিল ভয়াবহ। শাহীন শাহ আফ্রিদি প্রথম দুই ওভারেই ফিরিয়ে দেন ওপেনার কুশল মেন্ডিস (০) ও পাথুম নিশাঙ্কাকে (৮)। এরপর কুশল পেরেরা কিছুটা প্রতিরোধ গড়লেও হারিস রউফের শিকার হয়ে ফেরেন। পাওয়ারপ্লেতে ৫৩ রান তুললেও উইকেট হারানোর ধাক্কা কাটাতে পারেনি শ্রীলঙ্কা।পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা বোলিংয়ে আনলেন হুসাইন তালাতকে, আর তিনি এলেন এবং দেখালেন। এক ওভারেই শিকার করলেন দুই ব্যাটার—চারিথ আসালাঙ্কা ও দাসুন শানাকা—ফলে ৭.৩ ওভারে স্কোরবোর্ডে লঙ্কানদের অবস্থা ৫৮/৫।এই বিপর্যয়ের মাঝেও...