ডেঙ্গুর ব্যাপকতা বাড়ছে। দীর্ঘ হচ্ছে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে বিশেষজ্ঞরা বলছেন, সামনের দিনগুলো আরো বেশি ভোগাবে এডিস মশাবাহিত এই রোগ। কারণ আগামীতে ডেঙ্গু পরিস্থিতি কেমন হবে, তা নির্ভর করছে বৃষ্টির ওপর। আক্রান্ত ও মৃত্যু বাড়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, এখনো ডেঙ্গু পরীক্ষার সুবিধা তৃণমূল পর্যায় পৌঁছায়নি। চিকিৎসারও বিকেন্দ্রীকরণ হয়নি। এ কারণে রোগীরা দেরিতে হাসপাতালে যাচ্ছে। তাই মৃত্যুর তালিকাও দীর্ঘ হচ্ছে। এ বছর ডেঙ্গুতে মৃত্যু নিয়ে একটি বিশ্লেষণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তাতে দেখা গেছে, দেশে প্রায় ৫০ শতাংশ ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে। ঢাকার হাসপাতালগুলোয় ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন মোট আক্রান্তের মাত্র ২৫ শতাংশ। এবার ঢাকার বাইরে সংক্রমণ যেমন বেশি, তেমনি মৃত্যুও গত বছরের চেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ...