পিএসজির উইঙ্গার ওসমানে দেম্বেলের হাতে উঠেছে ২০২৫ ব্যালন ডি’অর ট্রফি। অন্যদিকে টানা তৃতীয়বার নারীদের বিভাগে সেরা হয়েছেন স্পেনের এইতানা বোনমাতি। ২৮ বছর বয়সী ফরাসি তারকা দেম্বেলে বার্সেলোনার লামিন ইয়ামালকে পেছনে ফেলে এই ট্রফি জয় করেন। ফুটবলের সবচেয়ে মর্যাদাকর ব্যক্তিগত এই পুরস্কার হাতে নিয়ে দেম্বেলেকে বেশ আবেগী হতে দেখা গেছে। আধুনিক ফুটবলের দুই বিশ্ব তারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর আধিপত্য খর্ব করে গত বছর থেকে নতুন নতুন তারকাদের দেখা যাচ্ছে ব্যালন ডি’অর মঞ্চে। ২০১৮ সালে বিশ্বকাপ জয়ী ফরাসি দলের ফরোয়ার্ড দেম্বেলে গত মৌসুমে পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় করেছেন ৩৫ গোল। পিএসজিকে উপহার দিয়েছেন ফরাসি লীগ ও কাপ ডাবল, সঙ্গে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা। কিলিয়ান এমবাপ্পে রেয়াল মাদ্রিদে পাড়ি জমানোর পর দেম্বেলে হয়ে উঠেন পিএসজির সেন্টার-ফরোয়ার্ড। ইতিহাসে প্রথমবারের মতো...