এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দারুণ বোলিং করে শ্রীলঙ্কাকে অল্প রানে আটকে রেখেছে পাকিস্তান। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। জিতে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পাকিস্তানকে করতে হবে ১৩৪ রান। ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৫৮ রানেই ৫ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে তাদের সংগ্রহ ১৩৩ পর্যন্ত যায় মূলত কামিন্দু মেন্ডিসের ব্যাটে ভর করে। তিনি একপ্রান্ত আগলে ৪৪ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৫০ রানের ইনিংস খেলেন। অধিনায়ক চারিথ আসালঙ্কা ২ চার ও ১ ছক্কায় খেলেন ২০ রানের ইনিংস। এছাড়া চামিকা করুণারত্নে ২ চারে অপরাজিত ১৭, ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৫ ও কুসল পেরেরা খেলেন ১৫ রানের ইনিংস।আরো পড়ুন:৬ জেলা ও ১৫ ক্লাবের...