ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া দক্ষিণ শেনিহারী জামাদারপাড়া গ্রামে মানসিক অবসাদে ভুগে বিষপান করে আলেয়া বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এর আগে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বেঁচে গিয়েছিলেন। এমনকি ফাঁস দিয়েও আত্মহত্যার চেষ্টা করেন তিনি। মঙ্গলবার ভোরে কীটনাশক পান করার পর তাকে স্বজনরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আলেয়া বেগম (৪৫) ওই এলাকার ইয়াকুব আলীর স্ত্রী। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। পুলিশ ও স্বজনদের ভাষ্য, আলেয়া দীর্ঘদিন ধরে মানসিকভাবে অবসাদে ভুগছিলেন। এর আগে তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। রেললাইনে ঝাঁপ দেওয়া থেকে শুরু করে ফাঁস পর্যন্ত দিয়েছেন। সেসব চেষ্টায় প্রাণে বেঁচে গেলেও এবার আর রক্ষা পাননি তিনি। মঙ্গলবার ভোরে বিষপান করেন। পরে স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু...