বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিপরীতে মিয়ানমারের সীমান্তের ভেতরে ফের স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছে একটি বন্যহাতি। মিয়ানমারের বিদ্রোহীগোষ্ঠী আরকান আর্মির পুঁতে রাখা এই মাইন বিস্ফোরণের কারণে গত এক মাস আগে আরেকটি বন্যহাতির পায়ের গোড়ালি উড়ে যায়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টা পর্যন্ত আহত হাতিটি সীমান্ত এলাকার জিরো লাইনে অবস্থান করছিল বলে জানা যায়। এর আগে সোমবার সকালে আহত হাতিটির ডান পায়ের গোড়ালি মাটিতে পা বসাতে পারছিল না। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৪ ও ৪৫ নম্বর সীমান্ত পিলারের মিয়ানমারের সামান্য ভেতরের অংশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র থেকে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মিয়ানমার সীমান্ত এলাকার ভেতরে একটি বিশাল আওয়াজের বিস্ফোরণে শব্দ তারা শুনতে পান। মাইনটি মিয়ানমার অংশে বিস্ফোরণ হয়। সে কারণে বাংলাদেশ অংশের লোকজন তাতে আগ্রহী...