২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ পিএম কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ১২ লাখ ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ একজন মাদক চোরাকারবারি আটক হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ টাকা। বিজিবি সূত্রে জানা যায়, ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল কার্যক্রম চলাকালে একটি সন্দেহজনক মাইক্রোবাস আটক করা হয়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। অভিযানে আটক ব্যক্তি হলেন—উমর রাহিন আরফাত (২৬), পিতা মৃত সেলিম, গ্রাম ওমর আলী মাতব্বর বাড়ি, পূর্ব ষোল শহর, ডাকঘর ও থানা- চাঁন্দগাঁও, জেলা- চট্টগ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা চোরাচালানের সাথে তার সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেন। তবে বিজিবি জানায়,...