নিজস্ব প্রতিবেদক: গত আগস্ট মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১টি কোম্পানিতে বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে কমেছে, যা সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বৃটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানি (বিএটিবিসি), বিডি থাই অ্যালুমিনিয়াম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, বেক্সিমকো ফার্মা, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, এমজেএলবিডি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওয়ান ব্যাংক, রেকিট বেনকিজার, রেনেটা এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ। প্রতিটি কোম্পানির বিদেশি শেয়ার ০.১০ শতাংশের বেশি কমেছে। • বিএটিবিসি: গত জুলাই মাসে কোম্পানিটির মোট শেয়ারের ৩.৭২ শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের হাতে ছিল, যা আগস্টে কমে ৩.৫৫ শতাংশে নেমে এসেছে। ২০২৪ সালে কোম্পানিটি ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। • বিডি থাই অ্যালুমিনিয়াম: এই কোম্পানিতে বিদেশি বিনিয়োগ জুলাই মাসের ১.৩৪ শতাংশ থেকে কমে আগস্টে ০.৭৬ শতাংশে দাঁড়িয়েছে। ২০২৪ সালে কোম্পানিটি ০.২৫ শতাংশ ক্যাশ...