পারফরম্যান্স বিবেচনায় ভারতের চেয়ে অনেকটা পিছিয়ে বাংলাদেশ। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ পিছিয়ে থাকলেও প্রতিবেশি দুই দেশের লড়াইয়ে বাড়তি একটা হাইপ থাকে। বাংলাদেশ কোচ ফিল সিমন্স মনে করেন, ভারতের বিপক্ষে ম্যাচে হাইপ থাকা স্বাভাবিক এবং থাকা উচিত। বুধবার সুপার ফোরে দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগেরদিন সংবাদ সম্মেলনে সিমন্স বলেছেন এমন। বলেছেন, ‘প্রত্যেকটা ম্যাচেই হাইপ থাকবে। বিশেষ করে ভারতের ম্যাচে হাইপ থাকবেই। কারণ তারা বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দল। সুতরাং অবশ্যই হাইপ থাকতেই হবে। আমরা কেবল সেই হাইপের স্রোতে গা ভাসাতে চাই। আমরা মুহুর্ত এবং ম্যাচটা উপভোগ করতে যাচ্ছি। আমরা এভাবেই মাঠে নামার চেষ্টা করছি। ম্যাচটি উপভোগ করার পাশাপাশি নিজেদের সেরাটা দিতে চাই।’ সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে এগিয়ে টাইগাররা। শেষ দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের কাউকে হারাতে পারলেই ফাইনালের পথটা...