ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমনের নেতৃত্বে শহরের মাহেন্দ্রস্ট্যান্ডে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা বলেছে- এতদিন আওয়ামী লীগ স্ট্যান্ড দখল করে খেয়েছে, এখন আমরা খাব। চাঁদা না দেওয়ার কারণে মঙ্গলবার সন্ধ্যার আগে মাসুদুর রহমান লিমনের নির্দেশে শাহীন হাওলাদারের নেতৃত্বে কতিপয় যুবক মাহেন্দ্রস্ট্যান্ডে গিয়ে হামলা চালিয়ে ১৬টি মাহেন্দ্র ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। এ সময় হামলাকারীরা ১০ জন মাহেন্দ্রচালককে পিটিয়ে আহত করে। বর্তমানে ৮ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে মাহেন্দ্রস্ট্যান্ডে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগে জানা গেছে, যুবদলের নাম ব্যবহার করে জেলা কমিটির সহ-সভাপতি মাসুদুর রহমান লিমন ও তার সহযোগী যুবদল কর্মী শাহীন হাওলাদারসহ যুবক কয়েক মাস ধরে ভাঙা রাস্তার মোড়ে অবস্থিত মাহেন্দ্রস্ট্যান্ড দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এ সময় তারা...