ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপি ইসলামের পক্ষের দল। বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষায় কাজ করে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দৌলতখান উপজেলার বিভিন্ন মাদ্রাসায় আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।তিনি আরও বলেন,’ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এলে আলেম-ওলামাদের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠায় কাজ করবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যতবার এসেছে ততবার এ দেশে ইসলামের বিজয় হয়েছে। যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার আলেম সমাজ নিরাপদে ছিল। স্বৈরাচার আওয়ামী লীগ ক্ষমতায় যতবার এসেছে আলেম সমাজের উপর অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম এর মধ্য দিয়ে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে।এসময় উপস্থিত ছিলেন, হাফিজ ইব্রাহিমের রাজনৈতিক সমন্বয়ক আকবর হোসেন, উপজেলা মার্কাজ মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ...