কুনিকা সদানন্দ কিছু দিন আগেই জানিয়েছিলেন, কুমার শানুর সঙ্গে তিনি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। এবার সংগীতশিল্পীর সাবেক স্ত্রী রিতা ভট্টাচার্য বিস্ফোরক মন্তব্য করলেন— অন্তঃসত্ত্বা অবস্থায় তার ওপর অত্যাচার হয়েছে। কুমার শানু ও রিতার ভট্টাচার্যের তৃতীয় সন্তান জান কুমার শানু। অন্তঃসত্ত্বা অবস্থায় তার বিউটি পার্লারে যাওয়ার অনুমতি ছিল না। ‘আশিকি’ সিনেমার পরে বিপুল সাফল্য আসে শানুর জীবনে। সেই সিনেমার গানগুলো সফল হওয়ার পর পারিশ্রমিকও বেড়ে যায় অনেকটা। তখন নাকি শানুর আচরণও বদলে গিয়েছিল। রিতা ভট্টাচার্য বলেন, তৃতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পর নানা সমস্যার মুখে পড়েছিলেন। তিনি বলেন, আমি যখন অন্তঃসত্ত্বা, তখন ওর একটা বিবাহবহির্ভূত সম্পর্কও ছিল। সেটা এতদিনে প্রকাশ্যে এসেছে। সাবেক শানুপত্নী বলেন, অথচ আমাকে সেই সময়ে আদালতে নিয়ে গিয়েছিল। তখন আমার খুব অল্প বয়স। মনে হয়েছিল, আমার পায়ের তলা থেকে মাটি সরে...