সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং সিনিয়র স্কলারস কাউন্সিলের প্রধান শেখ আব্দুল আজিজ আল-শেখ ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর সকালে দেশটির রাজধানী রিয়াদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মঙ্গলবার সৌদি গেজেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশটির রাজকীয় আদালত এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান আদেশ দিয়েছেন, মক্কার গ্র্যান্ড মসজিদ, মদিনার মসজিদে নবী এবং রাজ্যের সমস্ত মসজিদে অনুপস্থিতিতে জানাজাও করা হবে। তার মৃত্যুতে বাদশাহ, ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের পরিবার, সৌদি জনগণ এবং ইসলামী বিশ্ব সমবেদনা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, আল-শেখের মৃত্যুতে সৌদি আরব এবং ইসলামী বিশ্ব একজন বিশিষ্ট...