প্রয়াত ডিকি বার্ড। ১৯৯৬ সালে ভারত-ইংল্যান্ড টেস্ট খেলিয়ে অবসর নিয়েছিলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা আম্পায়ার। ইংল্যান্ডের মাটিতে ৫৪টি টেস্ট খেলানোর নজির রয়েছে তার। ইংল্যান্ডের সাবেক ক্রিকেট আম্পায়ার ডিকি বার্ড (৯২) মারা গেছেন। ১৯৯৬ সালে ভারত-ইংল্যান্ডের লর্ডস টেস্ট খেলিয়ে আন্তর্জাতিক দায়িত্ব থেকে অবসর নিয়েছিলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা আম্পায়ার। ১৯৮৩ নিয়ে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলিয়েছেন তিনি। ৬৬টি টেস্টের পাশাপাশি ৬৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার দায়িত্ব সামলেছেন তিনি। ইংল্যান্ডের মাটিতে ৫৪টি টেস্ট খেলানোর নজির রয়েছে তার। ক্রিকেট জীবনে বার্ড ছিলেন জিওফ্রে বয়কটের সতীর্থ। ইয়র্কশায়ার ও লেস্টারশায়ারের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেললেও কখনও ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ পাননি বার্ড। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা আম্পায়ার হিসেবে বিবেচিত হলেও ছোটবেলায় বার্ডের প্রিয় খেলা ছিল ফুটবল। স্বপ্ন দেখতেন পেশাদার ফুটবলার হওয়ার। চোটের জন্য ফুটবলার হওয়ার স্বপ্ন...