থাইল্যান্ডে পর্যটক ভিসার জন্য এক মাসেরও বেশি সময় ধরে অপেক্ষা করছেন বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ রাহী। ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলেও ভিসা জটিলতায় তিনি এখন আর যেতে পারবেন কি না, তা নিয়ে পড়েছেন সংশয়ে।সুইডেনের লিনিয়াস বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন বাংলাদেশি শিক্ষার্থী তারিন সুলতানা। ১ সেপ্টেম্বর ক্লাস শুরুর কথা থাকলেও ভিসা জটিলতায় আর যাওয়া হয়নি। তিন মাস ধরে বারবার সময় পিছিয়েও শেষমেশ ভর্তি বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বাবদ জমা দেওয়া আট লাখ টাকা এখন আর ফেরত পাবেন কি না, তা নিয়েও দুশ্চিন্তায় আছেন তারিন।ভারতে চিকিৎসার জন্য যাওয়ার অপেক্ষায় আছেন হান্নান শেখ। একই অবস্থায় আছেন তিনিও।বাংলাদেশ থেকে শিক্ষার্থী, পর্যটক কিংবা চিকিৎসার উদ্দেশ্যে কয়েকটি দেশে অল্পবিস্তর ভিসা পাওয়ার সুযোগ থাকলেও, কর্মী হিসেবে ভিসা পাওয়ার পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। নিয়মিত...