পুনরায় তফসিল সংশোধন করে এবার নির্ধারিত সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার কিছু সময় পর এই খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। গতকাল ছিল খসড়া ভোটার তালিকা প্রকাশের শেষ দিন৷ আজ পুনরায় বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করে। তাতে ভোটার তালিকা প্রকাশের সময় একদিন পিছিয়ে যায়। এবং নির্বাচনের আরও কিছু কার্যক্রম বডিলি শিফট করেছে। তবে ৬ অক্টোবর নির্ধারিত দিনেই হবে বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচন।আরো পড়ুন:দুই দিন পেছাল বিসিবি নির্বাচনবিসিবি নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন পরিচালক পদের নির্বাচনের জন্য ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হয়েছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া আলোচনায় থাকা তামিম ইকবাল ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর হয়েছেন। সব মিলিয়ে খসড়া তালিকায় ভোটার সংখ্যা...