মানবপাচার মামলায় গ্রেফতার হয়ে সদ্য ভূমিষ্ঠ কন্যাসন্তানসহ কারাগারে যাওয়া শাহজাদী বেগম এবং তার মা নার্গিস বেগমকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) খুলনা মহানগর দায়রা আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার এই আদেশ দেন। জামিনের পর শাহজাদী ও তার ১২ দিনের কন্যাসন্তান হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান। খোঁজ নিয়ে জানা গেছে, বাগেরহাটের রামপাল এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম ও ফকিরহাটের শাহজাদীর সংসারে চার কন্যা সন্তান ছিল। পরে আবারও অন্তঃসত্ত্বা হন শাহজাদী। তবে অনাগত সন্তান ছেলে না হলে বিচ্ছেদের হুমকি দিয়েছিলেন তার স্বামী। কিন্তু গত ১১ সেপ্টেম্বর শাহজাদী আবারও এক কন্যাসন্তানের জন্ম দেন। এ খবর শুনে স্বামী সিরাজুল ইসলাম হাসপাতাল থেকে চলে যান। এরপর থেকে তিনি আর হাসপাতালে আসেননি, পরিবারের সঙ্গে যোগাযোগও রাখেননি।...