জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে একতরফা স্বীকৃতি দেওয়া আসলে হামাসকে পুরস্কৃত করার শামিল। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একই সঙ্গে তিনি গাজায় যুদ্ধবিরতি ও তাৎক্ষণিকভাবে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। ট্রাম্প বলেন, এই সংস্থার কিছু সদস্য একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চাইছে। এতে হামাস তাদের নৃশংসতার জন্য পুরস্কৃত হবে। তারা এখনও জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানাচ্ছে, যুদ্ধবিরতিও মানছে না। ইউরোপের কয়েকটি দেশ সোমবার জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি অনুষ্ঠিত এক সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এ পদক্ষেপকে যুক্তরাষ্ট্র সমর্থন করেনি। এ বিষয়ে ট্রাম্প বলেন, যারা শান্তি চায় তাদের এক কণ্ঠে বলা উচিত যে,জিম্মিদের মুক্তি দাও, এখনই মুক্তি দাও। ভাষণে ট্রাম্প গাজার যুদ্ধ দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, আমাদের তাৎক্ষণিকভাবে...