এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে টিকে থাকতে জয় চাই। এমন ম্যাচে আবুধাবিতে টস হেরে আগে ব্যাট করে শ্রীলঙ্কা। দাসুন শানাকা শূন্য রানে আউট হয়ে মুক্তি দিয়েছেন বাংলাদেশের সৌম্য সরকারকে। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের সর্বোচ্চ ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলা শানাকা ফেরেন প্রথম বলেই। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৪ বার শূন্য রানে আউট হলেন শানাকা। সাবেক এই লঙ্কান অধিনায়ক সর্বোচ্চ ডাক খাওয়ার রেকর্ডটি গড়লেন ১১৩তম ম্যাচে। এতোদিন ১৩ টি ডাক নিয়ে সর্বোচ্চ ডাকের রেকর্ড ভাগাভাগি করছিলেন ৬ জন। শানাকা সবাইকে ছাড়িয়ে বিব্রতকর কীর্তিতে...