দীর্ঘ ২৫ বছরপূর্তির পূর্ব মুহূর্তে সংগীতশিল্পী তাহসান খান আর কখনো গান করবেন না বলে ঘোষণা দিয়েছেন। বিদেশের মাটিতে মঞ্চে দাঁড়িয়ে শেষ গান করার বার্তা জানিয়ে দেন তার ভক্ত-অনুরাগীদের মাঝে। শুধু গানই নয়; আর কখনো কনসার্ট করবেন না, গান লিখবেন না, সুর করবেন—এমনকি নাটক-সিনেমাতেও অভিনয় করবেন না বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। সবকিছু থেকেই তিনি দূরে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার এ সিদ্ধান্তে পালটা খোঁচা দিলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। এ মুহূর্তে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান অস্ট্রেলিয়া ট্যুরে রয়েছেন। গত রোববার সন্ধ্যায় মেলবোর্নে একটি কনসার্টে তিনি বলেন, এটাই তার শেষ ট্যুর। এরপর থেকেই শুরু হয় চর্চা। বাংলাদেশের সংবাদমাধ্যমকে বলেই গান ছাড়ছেন তিনি। মেয়ে বড় হচ্ছে, তার কথা ভেবে মঞ্চে দাঁড়িয়ে আর লাফালাফি করা যায় না—এমন সব কথাও বলেন তাহসান খান। তিনি...