২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খেলায় ঈশ্বরগঞ্জ উপজেলা তারাকান্দা উপজেলা কে দুই শূণ্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ উপজেলাকে ১ লক্ষ টাকা পুরস্কার ও রানার্স আপকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। প্রধান অতিথি বলেন, ময়মনসিংহ সবসময়ই খেলাধুলা ও সংস্কৃতির জন্য পরিচিত। আপনারা উপভোগ করার কারণে আজকের এই খেলাটা প্রাণবন্ত হয়ে উঠেছে। এই গোল্ডকাপ টুর্নামেন্ট...