নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় নয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। এ ছাড়া উদ্ধার করা হয়েছে লুট হওয়া বিভিন্ন মালামাল। মঙ্গলবার দুপুরে আদমজীতে র্যাব-১১ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। সোমবার রাতে রাজধানীর ডেমরা, সারুলিয়া ও ফতুল্লায় অভিযান চালিয়ে নয়নজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। গ্রেপ্তাররা হলেন- বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার প্রয়াত জাহাঙ্গীরের ছেলে মো. লিটন (৩৭), ডেমরার সারুলিয়ার প্রয়াত রফিকুল ইসলামের ছেলে আক্তার হোসেন (৪৪), একই এলাকার মো. সিদ্দিকের ছেলে মো. রোমান (৩২), আব্দুল লতিফের ছেলে মো. রিয়াজ (৩৮), প্রয়াত তোরাব আলীর ছেলে সাইদুল ইসলাম (৩১), ঢাকার যাত্রাবাড়ী এলাকার আনছার আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (২৮), একই এলাকার মুন্সি আব্দুর রাজ্জাকের ছেলে সাগর মুন্সি (৩৮), আব্দুল বারেকের...