ইয়ুর্গেন ক্লপের জায়গায় গতবার লিভারপুলের কোচ হয়ে এসে প্রিমিয়ার লিগ জেতেন স্লট। চার ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত করেন শিরোপা। শেষ পর্যন্ত রানার্সআপ আর্সেনালের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে থেকে শেষ করেন মৌসুম। চ্যাম্পিয়ন্স লিগেও প্রাথমিক পর্বে শীর্ষে ছিল লিভারপুল। সম্ভাব্য ফেভারিটদের মধ্যেই ছিল তারা। কিন্তু ইউরোপ সেরার মঞ্চে শেষ ষোলোতে থেমে যায় তাদের পথচলা। শেষ পর্যন্ত শিরোপা জেতা পিএসজির বিপক্ষে স্লটের দল হেরে যায় টাইব্রেকারে। চলতি মৌসুমের জন্য শক্তি বাড়িয়ে নিয়েছে লিভারপুল। সবশেষ গ্রীষ্মের দলবদলে দুইবার তারা ভেঙেছে ক্লাবের ট্রান্সফার ফির রেকর্ড। ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে বায়ার লেভারকুযেন থেকে ফ্লোহিয়ান ভিয়েৎসকে অ্যানফিল্ডে আনে তারা। দলবদলের শেষ দিনে সাড়ে কোটি ১২ পাউন্ড দিয়ে নিউক্যাসল ইউনাইটেড থেকে আলেকসান্দার ইসাককে দলে নেয় দলটি। সব মিলিয়ে নতুন খেলোয়াড় কিনতে লিভারপুল খরচ করেছে ৪০ কোটি...