তিনি বলেন, পিআর সিস্টেম কী, সেটা আমিই বুঝি না। তাহলে দেশের জনগণ কীভাবে বুঝবে? পিআর পদ্ধতির মাধ্যমে দেশের জনগণের ভোটাধিকার নষ্ট হবে।‘এই সময়’-কে আমি কোনো সাক্ষাৎকার দেইনি : মির্জা ফখরুলযুবদলের সাবেক এই সভাপতি বলেন, যারা চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তারা কোনো দলের না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের নেতাকর্মীরা জনগণকে ভালোবেসে তাদের আশার প্রতিফলন ও আস্থা নিয়ে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির আহ্বায়ক আইনুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে এবং থানা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মো. সোলায়মানের সঞ্চালনায় কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন-তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্মআহ্বায়ক আবু বাকার বক্কর, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর খান দীপক, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রদলের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন সৈকত, থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, থানা ছাত্রদলের সভাপতি আবু...