ডাকসু নির্বাচনে নানা অসঙ্গতির অভিযোগ তুলে প্রশাসনের বিরুদ্ধে গড়িমসির সমালোচনা করেছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, উমামা ফাতেমা ও আব্দুল কাদের। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ উত্থাপন করেন। আব্দুল কাদের বলেন, নির্বাচনের আগে কমিশন আমাদের আশ্বস্ত করেছিল যে নির্বাচনের দিন সবকিছু ভালোভাবে সম্পন্ন হবে। কিন্তু আমরা সেদিন ফোন করে নানা সমস্যার কথা জানালেও তারা শুধু বলেছিল, দেখছি। নির্বাচনের পরও আমরা উদ্বেগ জানিয়েছি। তিনি আরও বলেন, আমরা মিছিল বা অবরোধ করিনি, শুধু চেয়েছি শিক্ষার্থীদের মনে কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে যে সংশয় তৈরি হয়েছে তা দূর হোক। নির্বাচিত প্রার্থীদের নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের উদ্বেগ কমিশনের কার্যক্রম নিয়েই। কাদের অভিযোগ করেন, ব্যালট পেপারের মতো গুরুত্বপূর্ণ নথি গাউসুল আজম মার্কেটে অরক্ষিত...