তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনালে তারাকান্দা উপজেলাকে ২-০ গোলে নাস্তানাবুদ করে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা ফুটবল দল। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আজ (২৩ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল ৩ টা ৪৫ মিনিটে টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। খেলার ১৫ মিনিটের মাথায় দলীয় অধিনায়ক আরিফুল হকের ফ্রি কিক থেকে এটাকিং মিডফিল্ডার বাবু তারাকান্দার জালে বল পাঠিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটের মাথায় দলের লেফট উইংগার ১৩ নম্বর জার্জি পরিহিত রাব্বুলের কিক থেকে ২-০ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় ঈশ্বরগঞ্জ উপজেলা ফুটবল দল। প্রথমবারের মতো জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে মাঠে দর্শকদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। গ্যালারির চারপাশ থেকে 'ঈশ্বরগঞ্জ, ঈশ্বরগঞ্জ'...