কয়েকটি রাজনৈতিক দল বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য ধারাবাহিকভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ঢাকা মহানগর উত্তর শাখার জ্যেষ্ঠ সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার।তিনি বলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ছড়ানো হচ্ছে। বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা এমনটি করছে। এর বিরুদ্ধে আমাদের সজাগ-সতর্ক থাকতে হবে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শেরেবাংলা নগর থানাধীন ২৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, একটি বিশাল রাজনৈতিক দল বিএনপি, যা সমুদ্রের মতো বৃহৎ সংগঠন। সেখানে ছোটখাটো ভুল-ত্রুটি থাকতে পারে। তবে দলের বিপথগামী নেতাদের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই কঠোর ব্যবস্থা নিয়েছেন। তিনি সারা দেশে সাত হাজারেরও বেশি নেতাকর্মীকে বহিষ্কার করেছেন এবং এ ক্ষেত্রে সিনিয়র-জুনিয়র কাউকে ছাড় দেননি।জনগণের অপছন্দনীয় কাজ করা যাবে না : বিএনপি...