প্রজ্ঞাপনে বলা হয়, চুক্তি অনুযায়ী পণ্য বা সেবা সরবরাহে ব্যর্থ হলে অনুমোদিত ডিলাররা নিজেদের দায়িত্বে অগ্রিম অর্থ ফেরত আনার ব্যবস্থা করবেন। এ ছাড়া আমদানিকারকের কোনো বকেয়া বিল অব এন্ট্রি বা কাস্টমস স্বীকৃত ইনভয়েস যেন নির্ধারিত সময়ের বেশি না থাকে, তা নিশ্চিত করতে হবে। কার্যকর আমদানি নীতি আদেশ যথাযথভাবে মানা এবং অগ্রিম অর্থ প্রদানের আগে আমদানিকারকের স্বাক্ষরযুক্ত অঙ্গীকারনামা সংগ্রহ বাধ্যতামূলক থাকবে।ইআরকিউ হিসাব থেকে অগ্রিম অর্থ প্রদানের ক্ষেত্রেও একই ধরনের শর্ত প্রযোজ্য। এ ক্ষেত্রে সরবরাহকারীর কাছ থেকে গ্যারান্টি না পাওয়া গেলে অনুমোদিত ডিলারদের নিজেদের দায়িত্বে অর্থ ফেরত আনার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ব্যাক-টু-ব্যাক এলসি খোলার সময় অগ্রিম প্রদেয় অর্থ সমন্বয় করে মূল্য সংযোজনের শর্ত যাতে ভঙ্গ না হয়, তা নিশ্চিত করতে হবে। এখানেও আমদানিকারকের কাছ থেকে স্বাক্ষরিত অঙ্গীকারনামা নেওয়া বাধ্যতামূলক।বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা...