ফিনল্যান্ডের অন্যতম সুন্দর শহর হলো রাজধানী হেলসিঙ্কি, যা আধুনিকতা, নিরাপত্তা এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক চমৎকার মিশ্রণ। সে সুখী দেশ মানুষের, ‘হৃদয় উন্নয়ন জাতীয় দিবস কর্মসূচি’ বিতর্ক প্রতিযোগীতায় থেমে থেমে চলেছে — ‘হৃদয়ের সুখী সার্বভৌম ও সার্বভৌমত্ব কেড়ে নেয় কী অপজ্ঞান?’ শীর্ষক সেমিনার। হেলসিঙ্কি শহুরে প্রোগ্রামে বিশ্বব্যংকের প্রতিনিধি হয়ে মূল প্রবন্ধ উপস্হাপক হিসেবে থাকছেন,কবি কৌশিক কানাই প্রান্ত। মি. প্রান্ত একসময় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। পড়া লেখার পাঠ চুকিয়ে বিশ্বব্যাংকের অধীনে মানব সম্পদ উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবেশ সুরক্ষা, এবং অবকাঠামো উন্নয়নের মতো বিভিন্ন ক্ষেত্রে কাজ করে চলেছেন। বিশ্বব্যাংকের এ জাতীয় প্রোগ্রামগুলোর লক্ষ্য হলো, বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন করা এবং অসুখী সমৃদ্ধ সদস্য দেশগুলোকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করার লক্ষ্যে, সুখী ধনীদের অলস টাকার উপরে প্রচ্ছন্ন চাতুর্য অপ...