প্রথমবারের মতো মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। গেল আগস্টে স্বামী রাঘব চাড্ডার সঙ্গে উচ্ছ্বাসের সঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন পরিণীতি। সেই ঘোষণার পর এবার নিজের ইউটিউব চ্যানেলে ফিরলেন নতুন ভিডিও নিয়ে হাজির পরিণীতি চোপড়া। আট মাস আগে নিজের ইউটিউব চ্যানেলে শেষ ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। এবার সেই চ্যানেলেই ফের নতুন ভিডিও নিয়ে এসে অনুরাগীদের চমকে দিলেন তিনি। ভিডিওতে পরিণীতির বেবিবাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। এই প্রথমবার প্রকাশ্যে এল গর্ভাবস্থায় তার চেহারা। ভিডিওতে পরিণীতি বলেন, আট মাস আগে আমি এই চ্যানেলটি শুরু করেছিলাম। তখন আমি নিজে সত্যিই জানতাম না যে আমি এই চ্যানেলে কী কি করব। ঠিক কোন ধরনের ভিডিও দর্শককে দেব। সেই চ্যানেলের আট মাস হয়ে গেল। আমি আমার ব্যক্তিগত জীবনের সব কিছু এইরকম প্ল্যাটফর্মে শেয়ার করতে পারব না।...