জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক জলবায়ু ও উন্নয়ন কেন্দ্র (ICCCAD)। জলবায়ু পরিবর্তনের কার্যকর পদক্ষেপের জন্য প্রান্তিক জনগোষ্ঠীর দৃষ্টিভঙ্গি একীভূতকরণ (IMPACT) প্রকল্পের আওতায় মঙ্গলবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলা অডিটরিয়ামে স্থানীয় কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি, প্রাণিসম্পদ, জীবিকা, স্বাস্থ্য, নারী-শিশু ও মানবাধিকারের ওপর প্রভাব, এবং নীতিমালায় এর চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, নদীভাঙন, বন্যা, অনিয়মিত বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও তাপমাত্রা বৃদ্ধির কারণে স্থানীয় জনগণ জীবিকা হারাচ্ছে, খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে এবং সামাজিক বৈষম্য বাড়ছে। এ অবস্থায় ক্ষয়ক্ষতি (Loss & Damage) মোকাবেলায় সরকারি সহায়তা, স্থানীয় অংশীদারিত্ব ও আত্মকর্মসংস্থান উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। আলোচনায় অংশ নেন বিভিন্ন পেশার কমিউনিটি সদস্য, সরকারি কর্মকর্তা ও উন্নয়নকর্মীরা। তারা সম্মিলিতভাবে স্থানীয় চাহিদা, বর্তমান সরকারি সহযোগিতা ও ভবিষ্যৎ...