মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবী করেছেন, প্রসূতি মহিলাদের জন্য ব্যথানাশক ওষুধ টাইলেনল (প্যারাসিটামল) অটিজমের সঙ্গে যুক্ত হতে পারে। ট্রাম্প বলেছেন, প্রসূতি মহিলাদের এই ওষুধটি ‘প্রয়োজন ছাড়া ব্যবহার করা উচিত নয়’ এবং কেবলমাত্র তীব্র জ্বরের ক্ষেত্রে নেওয়া উচিত। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি। ডাক্তারেরা এই মন্তব্যকে বিপজ্জনক হিসেবে নিন্দা জানিয়েছেন। যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং মন্তব্য করেছেন, ‘আমি স্পষ্টভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে ডাক্তারদের ওপর বিশ্বাস করি।’ আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকলজিস্টরা ট্রাম্পের দাবির বিরোধিতা করেছেন। কলেজের সভাপতি ড. স্টিভেন ফ্লেইশম্যান বলেছেন, ‘টাইলেনল সম্পর্কিত এই দাবিটি বৈজ্ঞানিক প্রমাণ দ্বারা সমর্থিত নয় এবং এটি শিশুদের স্নায়ুবিক সমস্যার জটিল কারণগুলিকে অত্যন্ত সরলভাবে উপস্থাপন করছে।’ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ডাক্তারদের জন্য নোটিশে উল্লেখ করেছে, যদিও টাইলেনল ও অটিজমের...