জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি যদি ‘রাজনীতি ভারতমুখী’ হয়, তাহলে দল নতুন করে সিদ্ধান্ত নেবে। তিনি এই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার প্রতিবাদে ঢাকার বাংলামোটরে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছেন, ওনারা নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে আসতে চান। এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। বিএনপির তৃণমূলে যারা নেতাকর্মী রয়েছেন, তাদের আমরা আহ্বান জানাবো—শহীদ জিয়া এবং খালেদা জিয়ার রাজনীতি বাংলাদেশের জন্য নয়। যদি আপনারা ভারতমুখী রাজনীতি করেন, আমাদের জানাতে হবে; আমরা তখন নতুন সিদ্ধান্ত নেব। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জিয়ার সৈনিকরা এবং খালেদা জিয়ার সৈনিকরা মির্জা ফখরুলের এই বিবৃতিকে প্রত্যাখ্যান করবেন।” এর আগে বিকেল ৫টার দিকে শাহবাগের জাতীয়...