রংপুর নগরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষায় ‘অকৃতকার্য’ হওয়ায় শ্রেণিকক্ষে ঢুকে অর্ধশত শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর এক নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ৪ সেপ্টেম্বর নগরের হারাটি উচ্চবিদ্যালয়ে, তবে এটি প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। পরশুরাম থানার ওসি মাইদুল ইসলাম জানান, এক শিক্ষার্থীর অভিভাবক বাগছাস নেতার বিরুদ্ধে অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগের কেন্দ্রবিন্দু বাগছাস নেতা ইমতিয়াজ আহম্মদ (ইমতি)। তিনি রংপুর মহানগর কমিটির আহ্বায়ক এবং হারাটি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক। ঘটনার ১৯ দিন পার হলেও বিদ্যালয়ের পক্ষ থেকে এখনও কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। রংপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হাই বলেন, “বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিক নির্যাতনের কোনও সুযোগ নেই। এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। হারাটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে বিষয়টি জানাননি। আমি...