২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার মাজিহাট ব্রীজ হতে নলডাঙ্গা ষ্টীল ব্রীজ পর্যন্ত ও ক্যানালপাড়া এলাকা থেকে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ২৯টি চায়না দুয়ারী জাল জব্দ করে মাজিহাট পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যদের উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। এসময় উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম বলেন, “অবৈধ চায়না দুয়ারী কারেন্ট জাল মাছের প্রজনন বাধাগ্রস্ত করে এবং মাছের রেণু পোনা ধ্বংস করে দেয়, যা নদী ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। সরকার মাছের...