২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ পিএম বহুল প্রত্যাশিত পরিচালনা পর্ষদের নির্বাচনের খসড়া ভোটার তালিকা মঙ্গলবার প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। পূর্ববর্তী তফসিল অনুযায়ী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করার কথা ছিল। সংশোধিত তফসিলের পর এখন ২৬ সেপ্টেম্বর তা ঘোষণা করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। নতুন তফসিল অনুযায়ী ২৭ সেপ্টেম্বর মনোনয়ন বিতরণ করা হবে। আগের মতোই ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়া হবে। আর মনোনয়ন যাচাই-বাছাই শেষে ২৯ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর পহেলা অক্টোবর মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা এবং একই দিন চূড়ান্ত প্রার্থী তালিকাও ঘোষণা করা হবে। আগামী ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় নির্বাচনের ফল প্রকাশ করা হবে। একই দিন সন্ধ্যা সাড়ে...