আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। দেশের ক্রিকেট পাড়ায় জমে ওঠেছে নির্বাচনি আমেজ। গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিসিবির নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) খসরা ভোটার তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল আগেই বিসিবির সভাপতি নির্বাচনে প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন। এছাড়াও বিসিবি নির্বাচনে আরও অনেক হেভিওয়েট প্রার্থী অংশ নেবেন। আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং তামিম ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর হয়েছেন। রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলর পদ পেয়েছেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ। বিসিবির মাধ্যমে মনোনীত সাবেক খেলোয়াড়দের মধ্যে রয়েছেন জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, মোহাম্মদ এহসানুল হক, মোহাম্মদ আলী খান, খালেদ মাসুদ পাইলট এবং মোহাম্মদ হাসিবুল হোসেন শান্ত। ভোটার তালিকায়...