২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম সউদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)। পীর ছাহেব হুজুর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন- ড. আবদুল আজিজ বিন আব্দুল্লাহ আল-শায়খ দীর্ঘদিন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর ইন্তেকালে মুসলিম বিশ্ব একজন যোগ্য অভিভাবককে হারাল। তিনি তার জীবদ্দশায় বহু বার আমীরুল হজ্জের দায়িত্ব পালন সহ বহুমূখী খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। বিশেষ করে তিনি সউদি আরবসহ মুসলিম বিশ্বে খালেছ ইসলামী আদর্শ-ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি সিনিয়র স্কলার কাউন্সিল-এর চেয়ারম্যান ছিলেন এবং ইসলামিক ফিকহ...