বৈষম্যবিরোধী আন্দোলনকালে সাভারের তৎকালীন সংসদ সদস্য (এমপি) সাইফুল ইসলামের নেতৃত্বে তার সশস্ত্র ক্যাডার ও পুলিশ বাহিনী একত্রিত হয়ে বাইপাইলে ছাত্র-জনতার ওপর গুলি চালায়। এতে ২০-২৫ জন নিহত এবং অনেকেই আহত হন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ দেওয়া জবানবন্দিতে এসব কথা বলেছেন বাইপাইলের ফল ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম। তিনি আশুলিয়ায় ২০২৪ সালের ৫ আগস্ট ছয়জনের লাশ পোড়ানো এবং ৪ আগস্ট একজনকে হত্যার ঘটনায় ৩০ আসামির বিরুদ্ধে করা মামলায় রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। জবানবন্দি শেষে সাক্ষীকে আসামি পক্ষের আইনজীবীরা জেরা করেন। এরপর...