সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুলআজিজ বিন আব্দুল্লাহ আল-শেখ ৮২ বছর বয়সে ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজ দরবারের ঘোষণার মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। প্রায় আড়াই দশক ধরে তিনি সৌদি আরবের ধর্মীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তার মৃত্যুতে ইসলামি বিশ্বে এক যুগের অবসান হলো। ১৯৪০ সালের ৩০ নভেম্বর মক্কায় জন্ম নেওয়া শেখ আব্দুলআজিজ আল-শেখ সৌদি আরবের অন্যতম প্রভাবশালী আলেম ছিলেন। বিশিষ্ট আলেম পরিবারের সন্তান হিসেবে ছোটবেলা থেকেই কোরআন ও ইসলামি শরিয়াহ অধ্যয়নে মনোনিবেশ করেন। পরে ইমাম মুহাম্মদ ইবনে সাউদ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে বহু প্রজন্মের আলেম ও শিক্ষার্থীদের গড়ে তোলেন। ১৯৯৯ সালে প্রয়াত গ্র্যান্ড মুফতি শেখ আব্দুলআজিজ বিন বাজের উত্তরসূরি হিসেবে তাকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি পদে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে তিনি শরিয়াহ আইন ব্যাখ্যা,...